রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে তিনজন গ্রেফতার
যুক্তরাজ্য ও রাশিয়ার পতাকা। ছবি: ফ্রিপিক
রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে যুক্তরাজ্য পুলিশ। ২০২৩ সালের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় তাদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পশ্চিম ও কেন্দ্রীয় লন্ডন থেকে ৪৪, ৪৫ ও ৪৮ বছর বয়সী তিন জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তদের বাড়িসহ আরও কয়েকটি ঠিকানায় তল্লাশি চলছে। এ ঘটনার তদন্ত পরিচালনা করছে কাউন্টার টেররিজম ইউনিট।
লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশের প্রধান কমান্ডার ডমিনিক মারফি বলেন, আমরা দেখছি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এখন ক্রমবর্ধমানভাবে ‘প্রক্সি’ নিয়োগ করছে। রাশিয়া যুক্তরাজ্যের বিরুদ্ধে ক্রমেই আগ্রাসী হয়ে উঠেছে এবং গোয়েন্দাগিরি, নাশকতা ও সাইবার হামলার অভিযান পরিচালনা করছে। এই গ্রেফতারগুলো আমাদের এমন কার্যক্রম ব্যাহত করার চলমান প্রচেষ্টার অংশ।
এর আগে পূর্ব লন্ডনে ইউক্রেন-সম্পর্কিত ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মামলায় ছয়জনকে সাজা দেওয়া হয়েছিল। প্রসিকিউটরদের দাবি, ওই হামলার নির্দেশ দিয়েছিল রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ।
গত সপ্তাহে যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থা এমআই৫-এর প্রধান কেন ম্যাককালাম বলেন, রাশিয়া অরাজকতা ও ধ্বংস সৃষ্টিতে বদ্ধপরিকর। গত এক বছরে আমরা ও পুলিশ একাধিক রুশ গুপ্তচরবৃত্তি ও নজরদারি ষড়যন্ত্র ব্যর্থ করেছি। মূলত রাশিয়ার শত্রু হিসেবে বিবেচিত ব্যক্তিদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছিল রুশ গুপ্তচরেরা।
সূত্র আল-জাজিরা
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প