ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সব আরোহী নিহত হলেও জীবিত শিশু

প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৩ জানুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে এক বিমান বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হলেও বেঁচে গেছে সাত বছরের এক শিশু।এমনকি কন্যাশিশুটির শরীরে গুরুতর জখমের চিহ্নও পাওয়া যায়নি। বিমান বিধ্বস্তস্থল থেকে মানুষকে জিজ্ঞাসা করতে করতে নিজের বাড়ির উদ্দেশে হাঁটাও শুরু করে সে।

গত শনিবার স্থানীয় মার্কিন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পরে বিমানটির ধ্বংসাবশেষ ও চার জন আরোহীর মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটি গুরুতর কোনো জখমের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তারপরও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, শুক্রবার রাতে পিপার পিএ-৩৪ নামের বিমানটির পাইলট ইঞ্জিনে সমস্যার কথা জানানোর পর নিয়ন্ত্রণ কক্ষ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ৩০ মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয়। এরপর সেখান থেকে নিজেই বের হয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেয় শিশু। বিমান বিধ্বস্তের বিষয়টি নিকটবর্তী কেন্টাকির লায়ন কা