ব্রিটেনের ইইউ ত্যাগে কোনো তাড়া নয় : মেরকেল
বৃহস্পতিবারের গণভোট রাতারাতি পাল্টে দিয়েছে ব্রিটেনকে। বদলে গেছে অনেক কিছুই। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে এতো বছরের সম্পর্কের মাঝেও একধরনের টানাপড়েন শুরু হয়ে গেছে। খবর বিবিসির।
ইইউ ছাড়ার পক্ষে গণভোট পড়লেও এখন ব্রিটেন বলছে, তারা কোনও তাড়াহুড়ো না করে ধীরে-সুস্থে সময় নিয়ে নিজেদের বিদায় প্রক্রিয়া শুরু করতে চায়।
তবে ইইউ এর শীর্ষ নেতারা বলছেন, প্রক্রিয়া শুরু হতে দীর্ঘসূত্রতা হলে এটি তাদের অগ্রযাত্রাকে ব্যাহত করবে। আর ব্রিটেনের আশায় তারা সময় ব্যয় করতে চায় না বলেও জানিয়ে দিয়েছেন।
তবে ইউরোপের অন্যতম প্রধান শক্তিশালী নেতা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ব্রিটেনকে অহেতুক দ্রুতগতির সঙ্গে কাজ করতে তাড়া দেয়ার পক্ষে তিনি একমত নন।
ইইউ থেতে ব্রিটেনের বিদায় প্রক্রিয়া নিয়ে যে আলাপ-আলোচনা হবার কথা সেটি যেন নোংরামিতে পরিণত না হয় সে দিকে ইইউ নেতাদের সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে, ব্রিটেনের ইউরোপীয় কমিশনার লর্ড হিল ইতোমধ্যেই নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। পরিবর্তিত এই পরিস্থিতিতে তিনি আর স্বপদে বহাল থাকা যৌক্তিক বলে মনে করছেন না।
তবে সুষ্ঠুভাবে দায়িত্ব হস্তান্তর করার জন্য তিনি আরও কয়েক সপ্তাহ পরে পদত্যাগ করবেন বলে জানান। এদিকে, ইউরোপের রাজনীতিবিদদের অনেকেই মনে করেন, ইউরাপীয় ইউনিয়নকে ঢেলে সাজানোর বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
ফরাসি অর্থমন্ত্রী এমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইইউকে একটি নতুন রোডম্যাপ তৈরি করতে হবে।
অপরদিকে, ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স রাসমুসেন বলেন, ইইউর এখন দরকার শক্তি পুনরুদ্ধার করা এবং যেখানে জাতীয় সরকার বেশি শক্তিশালী সেখান থেকে দূরত্ব বজায় রাখা।
এদিকে কিছু ব্রিটিশ নাগরিক এখন ভোটের ফলাফল বাতিলের ব্যবস্থা নিতে প্রস্তাব দিচ্ছেন। লেবার পার্টির এমপি ডেভিড ল্যামি বলেছেন, পার্লামেন্টের উচিত এই পাগলামি বন্ধ করা এবং এই গণভোট অনুমোদন দেয়া উচিত নয়।
অন্যদিকে দ্বিতীয় দফা গণভোটের দাবিতে কুড়ি লাখ সাক্ষর সংগ্রহ করা হয়েছে। তবে যারা ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তোমরা হেরেছ, সুতরাং এটা মেনে নাও।
টিটিএন/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ২ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৩ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প
- ৪ গ্রীসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৫৪৫ অভিবাসী উদ্ধার
- ৫ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের