রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বিজ্ঞানীর ২১ বছর কারাদণ্ড
পদার্থবিদ আরতিওম খোরোশিলভ/ ছবি : দ্য মস্কো টাইমস
রাশিয়ার জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক বিজ্ঞানীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে। মস্কোর একটি আদালত পদার্থবিদ আরতিওম খোরোশিলভকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সর্বোচ্চ ২১ বছরের সাজা দিয়েছে বলে রুশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
তিনটি অভিযোগের প্রেক্ষিতে ৩৪ বছর বয়সি খোরোশিলভকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল—
• ইউক্রেনের পক্ষে রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ডিডোস সাইবার হামলায় যুক্ত থাকা,
• ইউক্রেনের সেনাবাহিনীকে অর্থ পাঠানো এবং
• রুশ সেনাবাহিনী সম্পর্কে সংবেদনশীল তথ্য সংগ্রহ।
মিডিয়াজোনা-র তথ্যমতে, খোরোশিলভ অভিযোগের কিছু অংশ স্বীকার করলেও ২০২২ সালের আগস্টে রাশিয়ার ডাক বিভাগের সার্ভারে ডিডোজ হামলায় প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
গত সপ্তাহে আদালতে দেওয়া তার সর্বশেষ বক্তব্যে খোরোশিলভ বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণ তার ব্যক্তিগত দুর্ভাগ্য কারণ তার পরিবারের অনেক সদস্য ইউক্রেনে বাস করেন।
বৃহস্পতিবার আদালত তাকে রাষ্ট্রদ্রোহ, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা, বিস্ফোরকদ্রব্য রাখাসহ নাশকতার পরিকল্পনা করার অভিযোগে দোষী সাব্যস্ত করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার ২৫ বছরের কারাদণ্ড চেয়েছিল।
রাশিয়ায় জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির মামলাগুলো ক্লোজ ডোর বিচারে পরিচালিত হয়।
খোরোশিলভ মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি (এম আইপিটি) থেকে স্নাতক এবং রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস-এর সাধারণ পদার্থবিদ্যা ইনস্টিটিউটে গবেষক হিসেবে কাজ করতেন।
ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের পর রাশিয়ায় রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিরিল পারুবেতস অ্যানালিটিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী— ২০২৫ সালের প্রথম ছয় মাসে রাষ্ট্রদ্রোহ/গুপ্তচরবৃত্তির ২২৪টি রায় দেওয়া হয়েছে—যা আধুনিক রুশ ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে ২৩২ জন এ ধরনের অভিযোগে অভিযুক্ত হন।
সূত্র : দ্য মস্কো টাইমস
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা
- ২ ভারত-রাশিয়ার বন্ধুত্ব ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’: মোদী
- ৩ রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বিজ্ঞানীর ২১ বছর কারাদণ্ড
- ৪ পর্যটন মৌসুমে ভয়াবহ বন্যা, চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
- ৫ রাশিয়ায় বিদেশি অ্যাপ ব্যবহারে কড়াকড়ি, বন্ধ স্ন্যাপচ্যাট ও ফেসটাইম