ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রেক্সিটের পর লেবার পার্টির অর্ধেক নেতার পদত্যাগের হুমকি

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৬ জুন ২০১৬

ব্রিটেনে ব্রেক্সিটের পর থেকেই অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা শুরু হয়েছে। লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ওপর পদত্যাগের চাপ বেড়েই চলেছে। খবর বিবিসির।

করবিন পদত্যাগ না করলে শ্যাডো ক্যাবিনেটের অর্ধেক নেতাই পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এসব ঘোষণার পর প্রচন্ড চাপে রয়েছেন করবিন।

এর আগে শনিবার রাতে করবিন তার দলের নেতা হিলারি বেনকে বরখাস্ত করেন। এছাড়া পদত্যাগ করেছেন স্বাস্থ্য বিষয়ক ছায়া মন্ত্রী হাইডি অ্যালেজান্ডারও।

সব কিছু মিলিয়ে লেবার পার্টির নেতা জেরেমি করবিন কঠিন সময়ের মুখোমুখি হতে চলেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে তার ওপর সবচেয়ে বেশি চাপ আসছে কারণ ব্রিটেনের গণভোটের আগে তিনি ইইউতে ব্রিটেনের থাকার পক্ষে যথেষ্ট প্রচারণা করেননি। আর এ কারণেই দলের অনেক নেতারও তার ওপর প্রচন্ড আক্রোশ রয়েছে।

তিনি গণভোটের প্রচারণায় আশানুরুপ কোনো পদক্ষেপ নেন নি। এ সম্পর্কে লেবার পার্টির হিলারি বেন বলেছেন, করবিনের নেতৃত্বের ওপর এবং তিনি ভবিষ্যতে দলের হয়ে কোন নির্বাচন জিততে সক্ষম কিনা সেসব বিষয়ে অনাস্থা তৈরি হয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন