সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের ওপর অত্যাচার চালাচ্ছে বিএসএফ: মমতা
সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের ওপর অত্যাচার চালাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ- এমনই অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহারের রাসমেলা মাঠে আয়োজিত দলীয় সভা থেকে এমন মন্তব্য করেন তিনি।
কঠোর সুরে মমতা বলেন, সীমান্ত এলাকায় বিএসএফের নির্যাতন নিত্যদিনের ঘটনা। জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, ভয় পাবেন না, প্রত্যেকটা অঞ্চলের মানুষ জোট বাঁধুন। মেয়েরা সামনে দাঁড়াবেন, পেছনে থাকবেন ছেলেরা। আমি দেখতে চাই মা-বোনেদের ক্ষমতা বড়, না বিজেপির ক্ষমতা বড়।
বক্তৃতার বড় একটি অংশজুড়ে তিনি বিজেপিকে আক্রমণ করেন। মমতার অভিযোগ, বিজেপি যতই চক্রান্ত করুক, বাংলার মানুষ ভুলবে না। তিনি বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রক্রিয়ার (এসআইআর) নামে আমরা এনআরসি মানবো না। এ রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না। নিশ্চিন্তে থাকুন।
তিনি আরও বলেন, হিন্দুরা যদি গলার মালা হয়, তবে রাজবংশী, তফসিলি, আদিবাসী, বৌদ্ধ, সংখ্যালঘুরা- সবাই আমার গলার মালা। আমি বিভেদ করতে দেবো না, যেভাবেই হোক বিভেদকে রুখবো।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তিনি আখ্যা দেন ‘স্বৈরাচার, অত্যাচারী, দুর্নীতিবাজ, শকুনি মামা, দুর্যোধনের সরকার’ হিসেবে। তার দাবি, এদের হাত থেকে ইতিহাসকে রক্ষা করতে হবে। বাংলা আগে গেলে দেশ রক্ষা হবে, না হলে সংবিধান, গণতন্ত্র, বিচার ব্যবস্থা, নির্বাচন- সবই শেষ হয়ে যাবে।
তৃণমূল কংগ্রেসের লড়াই প্রসঙ্গে মমতা বলেন, আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করছি এবং আগামী দিনেও করবো। কারণ তৃণমূল বিজেপির কাছে মাথা নোয়ায় না। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপি তার হাতের পুতুল বানিয়ে ফেলেছে।
বক্তব্যের শেষ অংশে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মমতা ব্যানার্জি বলেন, সবাইকে বলে যাচ্ছি, ঐক্যবদ্ধভাবে লড়াই করুন।
ডিডি/এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে বিরল দৃশ্যের ভিডিও ভাইরাল
- ২ ইকুয়েডরের কুখ্যাত ‘মাচালা’ কারাগারে সহিংসতা, ১৩ বন্দির মৃত্যু
- ৩ থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে ঘরছাড়া ৫ লাখেরও বেশি মানুষ
- ৪ একটি ফোন কলেই থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ থামানো সম্ভব: ট্রাম্প
- ৫ বিশ্বব্যাপী মারাত্মক হুমকিতে মানবস্বাস্থ্য, বাড়ছে বন্ধ্যাত্ব