বুরুন্ডিতে শতাধিক বিদ্রোহী নিহত
বুরুন্ডিতে সেনা অভিযানে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাসদস্যও রয়েছেন। রোববার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে খবর এএফপি।
বুরুন্ডির এক শীর্ষ সেনা কর্মকর্তা জানান, পার্শ্ববর্তী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে বিদ্রোহীরা বুরুন্ডিতে হামলা চালাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এ সময় রাজধানী বুজুম্বুরা থেকে উত্তরে সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। গত পাঁচদিনের অব্যাহত অভিযানে সেনাবাহিনী হামলাকারীদের নির্মূল করতে সক্ষম হয়। এতে অন্তত ১০৫ জন বিদ্রোহী নিহত হয়। এছাড়া দুই সেনা সদস্যও নিহত হয় বলে জানান তিনি।
ওই সেনা কর্মকর্তা আরও জানান, এ সময় চারজনকে আটক ছাড়াও মর্টারশেল, রকেট লঞ্চার, মেশিনগান ও আসল্ট রাইফেল জব্দ করা হয়।