দেশব্যাপী সতর্কতা ঘোষণা করেছে ইউক্রেনের বিমান বাহিনী
রাশিয়া-ইউক্রেন সংঘাত/ ফাইল ছবি: এএফপি
ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) কয়েক দফা শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে। এরপরেই দেশব্যাপী সতর্কতা ঘোষণা করেছে ইউক্রেনের বিমান বাহিনী। খবর এএফপির।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে এক পোস্টে বলেন, রাজধানীতে বিস্ফোরণ। বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। সবাই আশ্রয়কেন্দ্রে থাকুন।
শনিবার ভোরে ইউক্রেনের বিমান বাহিনী দেশব্যাপী সতর্কতা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, রাজধানীসহ বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলের ওপর দিয়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র চলাচল করছে।
কিয়েভ থেকে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, তারা বেশ কয়েকবার জোরে বিস্ফোরণের শব্দ শুনেছেন। সে সময় উজ্জ্বল ঝলকানিতে দিগন্ত কমলা রঙে আলোকিত হয়ে ওঠে।
প্রায় তিন ঘন্টা পর কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, ড্রোন হামলার কারণে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
টিটিএন