ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে বিজেপি নেতার গাড়ি চাপায় শিশুসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

ভারতের মধ্যপ্রদেশে বিজেপি নেতার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মোরেনা জেলায় বাড়ির বাইরে বসে আগুন পোহাচ্ছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। সে সময় এক বিজেপি নেতার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুসহ দুইজন নিহত এবং আরও তিনজন আহত হন। পোরসা-জোতাই রোড বাইপাস মোড়ে এই ঘটনা ঘটেছে।

এরই মধ্যে নিহতদের পরিচয় জানা গেছে। এরা হলেন, বুলাকি রাম রাঠোরের ছেলে রাম দত্ত রাঠোর (৬৫) এবং মুকেশ লক্ষ্যকরের ছেলে অর্ণব লক্ষ্যকর (১০)। গোয়ালিয়রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন পোরসার বিজেপি যুব শাখার গ্রামীণ ইউনিটের সহ-সভাপতি দীপেন্দ্র ভাদৌরিয়া।
গাড়ির ধাক্কা এতটাই তীব্র ছিল যে, আহতরা রাস্তার ওপর কয়েক ফুট দূরে ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে, ওই বিজেপি নেতা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং মদ্যপ অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলেন এবং তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। তবে অভিযুক্ত পুলিশ হেফাজত থেকেই পালিয়ে গেছে এবং এ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে।

এই ঘটনার পর নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা প্রায় ২০ মিনিট ধরে পোরসা-জোতাই সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ অভিযুক্তকে পালাতে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন চিকিৎসা নিতেও অস্বীকৃতি জানান। তার দাবি অভিযুক্ত ব্যক্তিকে আগে গ্রেফতার করতে হবে।

এদিকে পুলিশ জানিয়েছে যে, ওই বিজেপি নেতাকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চলছে এবং এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

টিটিএন