ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভিয়েতনামের পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে একটি পাহাড়ি সড়কে বাস দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) দুর্ঘটনার শিকার বাসটিতে মোট ১৯ জন যাত্রী ছিলেন যাদের মধ্যে একটি দাতব্য সংস্থার সদস্যরাও ছিলেন।

ভিয়েতনাম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করে।

উদ্ধারকারীরা অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে ছিলেন। উদ্ধার অভিযানে স্থানীয় পুলিশ, সেনাবাহিনীর সদস্য, চিকিৎসক দল এবং এলাকাবাসী একসঙ্গে কাজ করেন।

ফিন হো কমিউনের চেয়ারম্যান হোয়াং আন তুয়ান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেক বিকল হওয়াই দুর্ঘটনার কারণ হতে পারে। দুর্ঘটনাপ্রবণ খাড়া ও পাহাড়ি সড়কও বাস উল্টে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। তবে ইয়েন বাই প্রাদেশিক কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খাড়া ঢাল দিয়ে নামার সময় হঠাৎ করেই বাসটি উল্টে যায়।

দুর্ঘটনার পর ভিয়েতনাম সরকার পাহাড়ি এলাকায় যানবাহনের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে। সড়ক পরিদর্শন ও চালকদের সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবহন মন্ত্রণালয় প্রয়োজনে নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করতে পারে বলে জানা গেছে।

সূত্র : নিউজ ইন্টারন্যাশনাল

কেএম