জাপানে টায়ার কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় আহত ১৫
জাপানের মধ্যাঞ্চলে একটি টায়ার কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় ১৫ জন আহত হয়েছে যাদের মধ্যে পাঁচজন এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ ঘটনায় ৩৮ বছর বয়সি এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) শিজুওকা প্রিফেকচারের মিশিমা শহরে অবস্থিত ইয়োকোহামা রাবার কোম্পানির কারখানায় এ হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একটি সারভাইভাল ছুরি নিয়ে কারখানার বিভিন্ন বিভাগে হামলা চালান। হামলার সময় তিনি গ্যাস মাস্ক পরিহিত ছিলেন এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ হিসেবে ব্লিচ ব্যবহার করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ছুরিকাঘাতে আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফুজিসান নান্তো ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ছুরিকাহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
কারখানা কর্তৃপক্ষের জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি পাঠান। প্রায় এক হাজার কর্মী নিয়ে পরিচালিত এই কারখানায় যাত্রীবাহী গাড়ির টায়ার উৎপাদন করা হয়।
শিজুওকা প্রিফেকচারাল পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সূত্র : ইউরো নিউজ
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইন্দোনেশিয়ায় নৌকা ডুবি, স্পেনের একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
- ২ রাশিয়ার ভয়ে সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান সুইজারল্যান্ড সেনাপ্রধানের
- ৩ নামাজরত ফিলিস্তিনি যুবককে গাড়িচাপা দেওয়ার ভিডিও ভাইরাল
- ৪ গ্রিসের উপকূল থেকে আরও ১৩১ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
- ৫ সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী গ্রেফতার