নেতানিয়াহুর সঙ্গে কথা বলে হিব্রু ভাষায় মোদীর পোস্ট, কী লিখলেন?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিব্রু ভাষায় একটি পোস্ট দেন মোদী, যা এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে।
পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, তিনি তার ‘বন্ধু’ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। এসময় নেতানিয়াহু এবং ইসরায়েলের জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে, আগামী বছরে ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারত্ব কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন মোদী।
পোস্টে আরও জানানো হয়, দু’নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় আরও দৃঢ় সংকল্প নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ তাদের অভিন্ন অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন>>
যুদ্ধের মধ্যেই ইসরায়েলে যেতে বিশাল লাইন ভারতীয়দের
ইসরায়েলে গেলো ১৬ হাজার ভারতীয় শ্রমিক, কাজ করবে ফিলিস্তিনিদের জায়গায়
ভারতের মানুষ ইসরায়েলের পক্ষে, নেতানিয়াহুকে জানালেন মোদী
২০২৬ সালে মোদী ও নেতানিয়াহুর মধ্যে এটিই প্রথম সরাসরি কথোপকথন। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে দুই নেতার মধ্যে সবশেষ যোগাযোগ হয়েছিল। সে সময় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মোদীকে অবহিত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
তারও আগে, ২০২৫ সালের অক্টোবর মাসে দুই নেতার মধ্যে কথা হয়। তখন গাজা পরিকল্পনার অগ্রগতির জন্য নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। সেই ফোনালাপটি আসে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া নেতানিয়াহুর এক বক্তব্যের পরপরই, যেখানে তিনি জাতীয় বিষয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই দেন এবং বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বাড়লেও প্রধানমন্ত্রী মোদীসহ বেশ কয়েকজন বৈশ্বিক নেতার কাছ থেকে ইসরায়েল নজিরবিহীন সমর্থন পাচ্ছে বলে দাবি করেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জানুয়ারি ২০২৬
- ২ বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজিয়েও নোবেল শান্তি পুরস্কার চান ট্রাম্প
- ৩ ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করলো বিপ্লবী গার্ডস
- ৪ ভারতে গোবর-গোমূত্রে ক্যানসার নিরাময়ের চিন্তা, গবেষণার আগেই গায়েব প্রকল্পের টাকা
- ৫ ইরানে ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী