থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত/ছবি: এএফপি (ফাইল)
থাইল্যান্ডে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছেন। বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রশিক্ষণ ফ্লাইটের সময় উত্তর থাইল্যান্ডের একটি বনাঞ্চলে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। খবর এএফপির।
বিমান বাহিনীর মুখপাত্র জ্যাকক্রিট থামানভিচাই বলেন, আজ সকালে প্রশিক্ষণ চলাকালীন সামরিক বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ অনুসন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ মিশনের সময় সকাল ১০টা ২০ মিনিটে চিয়াং মাই প্রদেশে দুই আসনের বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি বা বেসামরিক সম্পত্তির কোনো ক্ষতি করেনি।
কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। এর আগে গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্ট শহরের কাছে প্যারাসুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে ছয় থাই পুলিশ কর্মকর্তা নিহত হন।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে সরকার পতন হলে যে সব পদক্ষেপ নিতে চায় তুরস্ক
- ২ বিবাহবহির্ভূত সম্পর্ক ও মদ্যপানের দায়ে ইন্দোনেশিয়ায় যুগলকে বেত্রাঘাত
- ৩ ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে সামরিক মহড়া চালাবে ভারত-রাশিয়া
- ৪ ভারতের জেল থেকে শতাধিক বাংলাদেশির মুক্তি, ভারতে ফিরলো ২৩ জন
- ৫ সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া বসানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের