ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সুনন্দাকে হত্যা করা হয়েছে : পুলিশ

প্রকাশিত: ১০:২৫ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

ভারতের সাবেক প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করকে হত্যা করা হয়েছে। নয়া দিল্লির একটি অভিজাত হোটেল থেকে সুনন্দার লাশ উদ্ধারের প্রায় এক বছর পর তাকে হত্যার অভিযোগ এনে মামলাটি নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সুনন্দাকে বিষপ্রয়োগ করা হয়েছে এবং তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে, নয়তো ইনজেকশনের মাধ্যমে তা মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

ফরেনসিক রিপোর্ট পাওয়ার ভিত্তিতে পুলিশ ভারতে চাঞ্চল্যকর এই মৃত্যু নিয়ে এই অভিযোগ করেছে। এর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লি পুলিশের উপকমিশনার প্রেমনাথ এবং সহকারী উপকমিশনার কুশবানকে।

২০১৪ সালের ১৭ জানুয়ারি সুনন্দার লাশ পাওয়ার পর অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা হয়েছিল, এখন তা হত্যা মামলায় রূপান্তরিত হল।

সম্প্রতি বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্লিন ইন্ডিয়া কর্মসূচিতে সমর্থন জানিয়ে নতুন করে আলোচনায় আসেন কেরালার এই রাজনীতিক।