ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৫

চির বৈরী দুই দেশ ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার থেকে শুরু হয় এ মঙ্গলবার বিকেল পর্যন্ত চলে। এতে সেনাসহ দুই দেশের পাঁচজন মারা গেছে। তবে উভয় দেশই বলছে, তারা গুলির জবাবে গুলি ছুড়ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পাকিস্তানি সীমন্তরক্ষী সেনারা বিএফএফকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতীয় সেনারাও গুলি ছুঁড়ো।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলঘেঁষা (এলওসি) ভারতের কাথুয়া ও সামবা জেলায় বিএসএফের অবস্থান লক্ষ্য করে মর্টার ছুড়ছে ও গুলি চালাচ্ছে পাকিস্তানি বাহিনী।

সোমবার পাকিস্তানের খাওয়াদা পোস্টের সেনাদের ছোড়া গুলিতে ভারতের দবিন্দর কুমার নামে এক বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। এ ছাড়া মর্টারের আঘাতে এক ভারতীয় নারী গুরুতর আহত হন।

পাকিস্তানি বাহিনীর হামলার কারণে জম্মু-কাশ্মীর সীমান্ত এলাকায় ভারতীয় গ্রাম থেকে ১০ হাজারের বেশি গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তান দাবি করেছে, ভারতের বিএসএফের গুলিতে শিয়ালকোটে তাদের চারজন বেসামরিক লোক মারা গেছে। ডন অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।