ইরাকে আত্মঘাতি হামলায় সেনাসহ নিহত ৫৪
ইরাকে আনবার প্রদেশের একটি সেনা চৌকিতে আত্মঘাতি হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। ইরাকি সেনাবাহিনী যখন ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে তখন এ হামলার ঘটনা ঘটল।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, সকালে হাদিথা শহরের ওয়াদি হোরুন ব্রিজের কাছে একটি সেনা চৌকিতে আত্মঘাতি গাড়ি বোমা হামলা চালালে অন্তত সাত সেনা নিহত ও ১৩ জন আহত হয়। এছাড়া সন্ধ্যায় আল জুব্বা শহরের একটি মসজিদে দুটি আত্মঘাতি হামলার ঘটনা ঘটে।
এ সময় সেনারা সেখানে বিশ্রামে ছিলেন বলে মনে করা হচ্ছে। এতে অন্তত ১০ সেনা নিহত ও ১৩ জন আহত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইসলামিক স্টেটের অন্তত ২৪ সদস্য নিহত হয়।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা