মুম্বাই এয়ারপোর্টে হামলার হুমকি আইএসের
মুম্বাই বিমানবন্দরে ১০ জানুয়ারি হামলার হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা। এয়ারপোর্টের দেওয়ালে নীল পেনের ঘষা কালিতে হুমকি বার্তাও লিখে রেখেছে তারা। এতে বলা হয়েছে চলতি মাসের ১০ তারিখে মুম্বাই এয়ারপোর্টে হামলা চালাবে আইএস জিহাদিরা। এই বার্তা পাওয়ার পরই বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থা গুলি। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের দেওয়ালে এই সতর্কবার্তাটি নজরে আসার সাথে সতর্ক হয়ে গেছে পুলিশ।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীকে খোঁজার চেষ্টা করছে। এক হাউস কিপিং স্টাফকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কর্মকর্তারা মুম্বাই পুলিশকেও বিষয়টি জানিয়েছেন। প্রজাতন্ত্র দিবসের আগে এই হুমকি বার্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। গোটা শহরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জি নিউজ।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা