ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফ্রান্সে আবারও গুলাগুলি

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে ন্যাশনাল ২ মহাসড়কে দুই ব্যক্তির সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার মহাসড়কে গাড়ি নিয়ে ধাওয়া করার সময় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ওই ব্যক্তিরা প্যারিসের শার্লি হেবদো কার্যালয়ে ১২ জনকে হত্যার জন্য সন্দেহভাজন হতে পারেন।

উল্লেখ্য, গত বুধবার শার্লি হেবদো নামের একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে কালাশনিকভ রাইফেল ও রকেট লঞ্চার নিয়ে হামলা চালায় তিন ব্যক্তি। এতে পত্রিকাটির প্রধান সম্পাদক ও তিন ব্যঙ্গচিত্রশিল্পী এবং পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।