ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্কিন সামরিক কমান্ডের টুইটার-ইউটিউব হ্যাক

প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন। ওই ঘটনার পর মার্কিন টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়।

অ্যাকাউন্ট হ্যাক করে সেন্টকমের পেজে একটি বার্তা পাঠানো হয়েছে। এতে আইএসের নাম লেখা ছিল। এতে লেখা রয়েছে- আমেরিকান সেনারা, আমরা আসছি, তোমাদের প্রতি লক্ষ রাখছি। মহান দয়ালু ও ক্ষমাশীল আল্লাহর নামে সাইবার খলিফা তাদের সাইবার জিহাদ অব্যাহত রাখবে।

টুইটারের গোপন কিছু গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সেন্টকমের পেজে দেখা যায়। হ্যাকিংয়ের আগে সামরিক বাহিনীর কিছু তথ্য সেন্টকমের টুইটারে আপলোড করা ছিল।

এ বিষয়ে সেন্টকম সংবাদমাধ্যমকে জানায়, এই হামলার কারণে সাইবার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ডাটা ভাণ্ডারে মারাত্মক কোনো ক্ষতি হয়নি। এতে তাদের কার্যক্রমে কোনো প্রভাব ফেলেনি এবং গুরুত্বপূর্ণ কোনো তথ্যও নিতে পারেনি।

এই হ্যাকিংয়ের ঘটনা এমন সময় ঘটল যখন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাইবার নিরাপত্তার ওপর বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট কার্যালয় হোয়া্ইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার সেন্টকমের হ্যাকিংয়ের বিষয়ে নজর রাখছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।