ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

দিল্লি নির্বাচনে লড়বেন প্রণব কন্যা

প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা দিল্লি বিধানসভা নির্বাচনে লড়বেন বলে জানা গেছে। কংগ্রেস পার্টির প্রার্থী হিসেবে গ্রেটার কৈলাস নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে অংশ নেবেন। ভারতের নির্বাচন কমিশন ৭ ফেব্রুয়ারি ৭০ সদস্যবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে।

সেন্ট স্টিফেনস কলেজের প্রাক্তন ছাত্রী শর্মিষ্ঠা কত্থক নৃত্যশিল্পে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত । তার ভাই অভিজিৎ পশ্চিমবঙ্গের জঙ্গিপুর থেকে নির্বাচিত লোকসভা সদস্য। শর্মিষ্ঠা ২০১৪ সালের জুনে কংগ্রেসে যোগ দেন। তখন থেকে তিনি দলের সভা-সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং তার নির্বাচনী এলাকায় দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে কাজ করছেন।

এদিকে, সোমবার কংগ্রেস নির্বাচন কমিটি (সিইসি) এক বৈঠকে সাতটি গুরুত্বপূর্ণ আসন ছাড়া দিল্লী বিধানসভা নির্বাচনে দলের সকল প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, পার্টি মঙ্গলবার ৩৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে। এক মাস আগে ২৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নয়াদিল্লী থেকে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে সবশেষে।

উল্লেখ্য, দিল্লিতে বসবাসরত ভারতীয় বাঙালিদের অধিকাংশই এই নির্বাচনী এলাকাতেই বসবাস করেন। তাই ধারনা করা হচ্ছে এ আসনে তিনি জয় লাভ করতে পারেন।