ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফরাসি পুলিশরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

ফ্রান্সের প্যারিসে বন্দুকধারীদের হামলায় নিহত তিন পুলিশ কর্মকর্তাকে মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। খবর আলজাজিরার।

ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ নিহতদের কফিনে দেশটির সর্বোচ্চ সম্মাননা ‘লিজিয়ন অব অনার’ খচিত পতাকা সেঁটে দেন। এ সময় দেশটির জাতীয় সংগীত বাজানো হয়।

ওলাঁদ বলেন, ‘আমাদের বৃহৎ ও সুন্দর ফ্রান্স কখনোই ভাঙ্গবে না, আত্মসমর্পণ করবে না, নুয়ে পড়বে না।’ হুমকির মুখেও ‘দেশ ভেতরে ও বাইরে নিজ অবস্থানে অনড় থাকবে’ বলেও উল্লেখ করেন তিনি।

প্যারিসে গত বুধবার শার্লি এবদু পত্রিকার অফিসে বন্দুকধারীদের চালানো হামলার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফ্রাঙ্ক ব্রিনসোলারো (৪৯) ও আহমেদ মেরাবেত (৪০) নামে দুই পুলিশ কর্মকর্তা। এরপর গত শুক্রবার প্যারিসে এক ইহুদি পণ্য বিক্রয়কারী সুপারমার্কেটে হামলায় ক্লারিসা জেন-ফিলিপ (২৬) নামে আরেক পুলিশ কর্মকর্তা নিহত হন।

দায়িত্ব পালনের সময় বন্দুকধারীদের গুলিতে নিহত ওই কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তা।