ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সুনন্দা হত্যা : বিমানকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্কর হত্যাকাণ্ড তদন্তের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়ার ক্রুদের জিজ্ঞাসাবাদ করছে দিল্লির পুলিশ। গত বছর ১৫ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে স্ত্রী সুনন্দার সঙ্গে ঝগড়া করেছিলেন সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর। একদিন পরেই সুনন্দার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঝগড়ার ব্যাপারেই ওই ফ্লাইটের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার ভারতের গণমাধ্যমগুলো জানায়, দিল্লি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) এয়ার ইন্ডিয়ার ক্রুদের জিজ্ঞাসাবাদ করেছে। গতবছর ওই একই ফ্লাইটে থাকা কংগ্রেসের জ্যেষ্ঠ এক নেতাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ওই বিমানে ঠিক কোন বিষয়ে শশী-সুনন্দার ঝগড়া হয়েছিল, তা জানতেই ফ্লাইটে উপস্থিত অন্যদের জেরা করা হচ্ছে। খবর জিনিউজ।

ওষুধের প্রতিক্রিয়ায় নয়, বরং বিষক্রিয়ায় সুনন্দার মৃত্যু হয়েছিল-ময়না তদন্তে এমন তথ্য পাওয়ার পর দিল্লির পুলিশ নতুন করে তদন্তে নেমেছে। গত সপ্তাহে তারা এ ব্যাপারে একটি হত্যা মামলাও দায়ের করেছে। তবে এ ব্যাপারে মুখে কুলুপ এটেছেন শশী থারুর। সংবাদ মাধ্যম তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

২০১০ সালে শশী থারুরের সঙ্গে সুনন্দার বিয়ে হয়। গত বছর ১৭ জানুয়ারি দিল্লির চানক্কপুরিতে দ্য লিলা হোটেলে সুনন্দার মৃতদেহ পাওয়া যায়। বাড়িতে সংস্কার কাজ শুরু হওয়ায় থারুর দম্পতি ওই হোটেলে উঠছিলেন।

এর কিছুদিন আগে পাকিস্তানি সাংবাদিক মেহের তারারের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে শশী থারুরের সঙ্গে সুনন্দার মনোমালিন্য তৈরি হয়েছিল।