ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

বেলজিয়ামে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি

প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৫

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে দু`জন নিহত হওয়ার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক অবস্থা। বৃহস্পতিবার ভার্ভিয়ার্স শহরে ওই ঘটনার পর রাজধানী ব্রাসেলসেও রাতভর অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এর আগে, প্যারিস সন্ত্রাসী হামলার ঘটনায় সম্পৃক্ত সন্দেহভাজন দু`জন বেলজিয়ামে পুলিশি অভিযানে নিহত হয়। সন্ত্রাসীরা বেলজিয়ামে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আতংকে থমথমে বেলজিয়ামের ভার্ভিয়ার্স শহর, বৃহস্পতিবার রাতে সেখানে আকস্মিকভাবেই শুরু হয় পুলিশি অভিযান। হঠাৎ করেই শহরের পূর্বদিকের একটি বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় গুলিবর্ষণ। পরে সেখান থেকে দু`জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করে আরও একজনকে।

পুলিশের এই শ্বাসরুদ্ধকর অভিযান চমকে দেয় ভার্ভিয়ার্সবাসীদের। অনেকেই জানান উদ্বেগ উৎকণ্ঠার কথাও।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসীরা বেলজিয়ামে হামলার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে তারা দশটি চিহ্নিত জায়গায় অভিযান শুরু করে। অভিযানে নিহত সন্ত্রাসীরা সিরিয়া থেকে বেলজিয়ামে হামলার উদ্দেশ্যে আসে এবং প্যারিস হামলার সাথেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে জানায় প্রসিকিউটর। আটক আরেক ব্যক্তি অস্ত্র সরবরাহকারী বলে জানা গেছে।

বেলজিয়ান ফেডারেল প্রসিকিউটরের মুখপাত্র থিয়েরি ওয়ের্টস বলেন, `আজকের ঘটনায় নিহত সন্ত্রাসীরা প্যারিস হামলার সাথে জড়িত ছিলো বলে ধারণা করছি। আটককৃত অন্যজন অস্ত্র সরবরাহকারী কি না তা খতিয়ে দেখা হচ্ছে।`

পুলিশের সাড়াশি অভিযানের পর বেলজিয়ামে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেখানে এখনো হামলার আশঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল জানান, `সবার নিরাপত্তার জন্য আমরা জরুরী অবস্থা জারি করেছি। কোন হুমকি না দিলেও সন্ত্রাসীরা যেকোন সময় আক্রমণ করতে পারে।` অন্তত ৩শ` জন বেলজিয়ান আইএস জঙ্গিদের সাথে যোগ দিতে ইরাক সিরিয়ায় গেছে বলে তথ্য জানিয়েছে দেশটির সরকার।