ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে এএফপির সাংবাদিক গুলিবিদ্ধ

প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৫

পাকিস্তানে বার্তা সংস্থা এএফপির ফটোগ্রাফার আসিফ হাসান গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিতর্কিত রম্য সাপ্তাহিক পত্রিকা শার্লে এবদোর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সংবাদ কাভার করতে গেলে বিক্ষোভকারীরা তাকে গুলি করে।

করাচির সিনিয়র পুলিশ অফিসার আবদুল খালেক শেখ জানান, এএফপির ফটোগ্রাফার আসিফ হাসান গুলিবিদ্ধ হয়ে করাচির জিন্নাহ হাসপাতালে ভর্তি আছেন। তবে কে বা কারা গুলি চালিয়েছেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের গুলিতে আসিফ গুলিবিদ্ধ হন। তবে আসিফকে লক্ষ্য করে গুলি করা হয়নি। পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে তিনি ক্রসফায়ারে পড়ে যান। শার্লে এবদোর বিরুদ্ধে এ বিক্ষোভের আয়োজক ইসলামী জামিয়াত-ই-তালাবা। দলটির প্রধান হাফিজ বিলার রমজান জানান, পুলিশের নির্বিচারে গুলিতে আসিফ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশই হামলার জন্য দায়ী

হাসপাতালের মুখপাত্র ডা. সিমি জামালি বলেন, ফটোগ্রাফারের ফুসফুস ভেদ করে বুলেটটি বের হয়ে গেছে। তিনি আশঙ্কামুক্ত। সহকর্মীদের সঙ্গে কথা বলেছেন।