ইসরায়েলী বিমান হামলায় নিহত ৬
সিরিয়ার সীমান্তবর্তী গোলান উপত্যকায় ইসরায়েলী বিমান হামলায় হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সামরিক নেতা, বর্তমান কমান্ডার ও কমপক্ষে একজন ইরানী নাগরিক রয়েছেন।
হিজবুল্লাহর আল-মানার টিভি জানিয়েছে, কুনেত্রা প্রদেশে মাঠপর্যায়ের একটি অভিযানের সময় তারা নিহত হন। এদিকে ইসরায়েল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, ইসরায়েলী হেলিকপ্টার থেকে তাদের ওপর হামলা চালানো হয়।
সিরিয়ায় ফের বিমান হামলা চালালে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে- হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর এমন ঘোষণার পর এ হামলা চালানো হল।
নাসরুল্লাহ জানিয়েছিলেন, ইসরায়েলকে মোকাবেলার মতো তার বাহিনীর যথেষ্ট অস্ত্র মজুদ আছে। এ সব অস্ত্রের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও আছে যা ইসরায়েলের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম। সূত্র : বিবিসি