সিরিয়ায় বোমা হামলায় নিহত ৬০
সিরিয়ায় সরকারিবাহিনীর ব্যারেল বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিদ্রোহী নিয়ন্ত্রিত দেশটির আল হাসাকা শহরে এ হামলার ঘটনা ঘটে।
সিরিয়ার সরকারবিরোধীদের সংগঠন সিরিয়ান রিভ্যুলুশন জেনারেল কমিশন এক বিবৃতিতে এ দাবি করেছে। মঙ্গলবার উত্তর-পূর্ব সিরিয়ার একটি মার্কেটে এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যারেল বোমা হামলার পর মার্কেটে রক্তের স্রোত বয়ে যায়। ভয়াবহ বিস্ফোরণের কারণে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।’ হামলায় বেশ কিছু লোক আহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, একইদিন ইদলিব প্রদেশে বিমান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে বিরোধীদের পুলিশবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। আব্দুল হামিদ আব্দুল আজিজ নামের এক পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, হিজারিন গ্রামকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়। এতে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এছাড়া বেশ কিছু বাড়ি-ঘর ধ্বংস হয়েছে বলে জানান তিনি।
এআরএস