ওবামার বিরুদ্ধে মামলা করতে রিপাবলিকানদের বিল পাস
সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মামলা করতে বিল পাস করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।
বিরোধী দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদে বুধবার ২২৫-২০১ ভোটে প্রস্তাবটি পাস হয়। মামলা আরম্ভ করতে প্রতিনিধিদের আইনজীবীরা এখন বিভিন্ন আইনি নথির খসড়া তৈরি করা শুরু করবেন।
ওবামা তার বহুল আলোচিত স্বাস্থ্য বীমার জন্য নির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়ার মাধ্যমেও সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের সীমা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকানরা।
এদিকে মামলা করার প্রস্তুতিকে সময়ের অপচয় বলে তার বিরুদ্ধে আনা অভিযোগকে নাকচ করে দেন ওবামা। তার বিরুদ্ধে মামলা করার উদ্যোগকে রাজনৈতিক চাল বলেও উল্লেখ করেন ওবামা।
এ প্রসঙ্গে ওবামা আরও বলেন, ‘রিপাবলিকানরা যদি কোনো কাজেই সমর্থন না দেয় তাহলে আমাদের নিজেদেরই কাজ করে যেতে হবে। যে সব পরিবার বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করে তাদের সহযোগিতার জন্য আমরা ৪০টির বেশি পদক্ষেপ নিয়েছি। এই কাজগুলো যখন আমরা করেছি তখন কংগ্রেসের প্রতিনিধিরা আমাদের পাশে ছিলেন না।’
এর আগে কংগ্রেসের সদস্যরা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেও প্রেসিডেন্টের ক্ষমতার বৈধতার বিষয়ে কংগ্রেসের প্রতিনিধিদের আইনি ব্যবস্থা গ্রহণের ঘটনা এটাই প্রথম।
বিভিন্ন বিষয়ে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশ জারি করে বারাক ওবামা তার সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেসের রিপাবলিকান প্রতিনিধিরা।
অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে শিথিল পদক্ষেপ ও মার্কিন সেনার বিনিময়ে তালেবান বন্দিদের মুক্তি ইত্যাদি বিষয়ে ওবামা একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ রিপাবলিকানদের।
বিষয়টি রিপাবলিকান বা ডেমোক্রাটদের নয় বরং সংবিধান রক্ষার জন্যই এই সিদ্ধান্ত উল্লেখ করে প্রস্তাবকে সমর্থন দেন প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদের তর্কবিতর্কের সময় তার সমর্থন জানান বোয়েনার।
তবে নির্বাহী ক্ষমতা ব্যবহার নতুন কোনো বিষয় নয়। জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে সকল মার্কিন প্রেসিডেন্টই নির্বাহী ক্ষমতার ব্যবহার করে এসেছেন। ওবামা তার ৬ বছরের শাসনামলে ১৮৩টি নির্বাহী আদেশ সই করেছেন। ওদিকে জর্জ ডব্লিউ বুশ ৮ বছরে স্বাক্ষর করেছেন ২৯১টি নির্বাহী আদেশ। সূত্র : বিবিসি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মধ্যপ্রাচ্যে ভালো-মন্দের মাঝে অনিশ্চিত ভবিষ্যৎ
- ২ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার সন্দেহভাজনরা ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক?
- ৩ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে উদযাপিত হলো মহান বিজয় দিবস
- ৪ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার আগ মুহূর্তে আটক হলেন ভারতীয় বংশোদ্ভূত নারী
- ৫ ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প