ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জরিমানা আদায়ে অভিনব পদ্ধতি

প্রকাশিত: ১০:১৭ এএম, ২৩ জানুয়ারি ২০১৫

চীনে যেসব লোক জরিমানার অর্থ সময়মত পরিশোধ করবে না তাদের জনসম্মুখে লজ্জায় ফেলতে এক অভিনব উদ্যোগ শুরু করেছে দেশটির একটি আদালত। শুক্রবার সকালে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা।
 
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের চাংশা শহরে একটি ট্রেন স্টেশনের বাইরের দেয়ালে বিশাল পর্দায় যে সব লোক জরিমানা দেয়নি তাদের নাম, ছবি, পরিচয়পত্রের নম্বর এবং যে পরিমাণ অর্থ তারা জরিমানা দেয়নি তার বৃত্তান্ত সবার সামনে তুলে ধরা হচ্ছে।
 
তবে অনেক আইন বিশেষজ্ঞ মনে করছেন এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে। কিন্তু স্থানীয় আইনজীবী দেং লং বলেন, মানুষের বৃত্তান্ত প্রকাশ করার অধিকার আদালতের রয়েছে।
 
এদিকে, অনেক সাধারণ মানুষই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই ধরনের প্রক্রিয়া ভবিষ্যতে লোকজনকে জরিমানার অর্থ পরিশোধ করতে উদ্বুদ্ধ করবে। তবে কেউ কেউ আবার বিব্রতও হচ্ছেন।

-এএইচ

বিজ্ঞাপন