ইথিওপিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ৫২ জনের মৃত্যু
ইথিওপিয়ায় সরকার বিরোধী এক বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের সময় এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে পদপিষ্ট হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। রোববার সরকার বিরোধী বিক্ষোভে বহু মানুষ অংশ নেয়। ওরোমিয়া সরকার নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।
তবে বিক্ষোভকারীরা দাবি করেছে তাদের প্রায় ৩’শ জন পদপিষ্ট হয়ে মারা গেছে। এজন্য তারা সরকারকেই দায়ী করছে। সরকারের পক্ষ থেকে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
ইলিয়াস নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমিও আজ হয়তো সেখানেই মারা যেতাম। তবে অনেকেই ওই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বেশ কয়েকজন সেখানে ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিল। এটা সত্যিই খুব ভয়াবহ ছিল।
বিক্ষোভের সময় স্বাধীনতা ও ন্যায় বিচার চেয়ে স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়লো ৫৮ লাখ নাম
- ২ বাংলাদেশি প্রতিনিধি দলের উপস্থিতিতে কলকাতায় ৫৪তম বিজয় দিবস উদযাপিত
- ৩ ঝড়ো বাতাসে ভেঙে পড়লো স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা
- ৪ ঘন কুয়াশায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪
- ৫ বিজয় দিবসে মোদীর পোস্ট, নেই বাংলাদেশের নাম