ছাগলের বিরুদ্ধে থানায় অভিযোগ
সবজি ক্ষেতে অনুপ্রবেশ করে শাকসবজি খাওয়ার অপরাধে পশ্চিমবঙ্গে ছাগলের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন এক সবজি চাষি। অভিযোগ পাওয়ার পর ছাগলটিকে গ্রেফতার করেছে পুলিশ।
পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা বসিরহাটে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এফআইআর দায়েরকারী কৃষক হলেন উত্তর ২৪ পরগণার জিরাকপুরের বাসিন্দা নুর ইসলাম সর্দার।
নুর ইসলাম পুলিশের কাছে জানিয়েছেন, তিনি ছাগলের মালিক আশরাফকে ছাগল সামলে রাখার জন্য এর আগে বার বার অনুরোধ করেছেন। কিন্তু ছাগলের মালিক কৃষকের কথায় কান দেননি। প্রায় অধিকাংশ দিনই নুর হোসেনের জমির ফসল নষ্ট করত ওই ছাগল। বৃহস্পতিবার ক্ষেত থেকে হাতেনাতে ছাগলকে ধরে সোজা থানায় চলে যান সবজি চাষি নুর হোসেন। প্রতিকার খুঁজতে ছাগলের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করেন।
বসিরহাট থানা পুলিশ জানিয়েছে, ছাগলটিকে গ্রেফতার করে থানায় রাখা হয়েছে। ছাগলের মালিককে সতর্ক করা হবে। কৃষকের ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেওয়া হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা