জেনে নিন বিমানের কোন আসনটি নিরাপদ
সম্প্রতি বিমান বিধ্বস্তের ঘটনা যেমন বেড়েছে; তেমনি বাড়ছে বিমানযাত্রীদের ভীতি। আকাশপথের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। প্রশ্নও উঠেছে বিমানের কোন আসনে বসলে বিধ্বস্তের পরও বেঁচে যেতে পারেন যাত্রী।
এ বিষয়ে এখনো কোনো গবেষণা হয়নি। এরপরও বেশ কিছু তথ্য রয়েছে; যে তথ্য বিমানের সবচেয়ে ভালো আসন বাছাইয়ের ক্ষেত্রে সহায়তা করতে পারে। চলুন জেনে নেয়া যাক :
১৯৭০ সালের পর থেকে বিধ্বস্ত সব বাণিজ্যিক বিমানের তথ্য যাচাই-বাছাই করেছে পপুলার মেকানিকস নামের একটি গবেষণা সংস্থা। তথ্য যাচাইয়ের পর এ সংস্থাটি ২০০৭ সালে জানায়, বিমানের পেছনের দিকের আসনগুলোই একটু বেশি নিরাপদ। এক ভবিষ্যদ্বাণীতে সংস্থাটি বলছে, পেছনের কেবিনের যাত্রীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা ৬৯ শতাংশ। এ ছাড়া সামনের কেবিনে বসা যাত্রীদের বাঁচার সম্ভাবনা ৪৯ শতাংশ।
২০১৫ সালের বিমান দুর্ঘটনা নিয়ে তথ্য যাচাই-বাছাইয়ের পর ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম টাইম প্রায় একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিমানের পেছনের দিকের মাঝের সারির আসন বেশি নিরাপদ বলে জানিয়েছে টাইম।
ইউনিভার্সিটি অব গ্রিনউইচ ২০১১ সালে একটি গবেষণায় বলছে, বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি বহির্গমন দরজার আশ-পাশের আসনগুলো বেশি নিরাপদ। এসব আসনের যাত্রীদের প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের মুখপাত্র কেইথ হলোওয়ে বলেন, প্রত্যেকটি দুর্ঘটনাই ভিন্ন, এ নিয়ে কার্যকর ভবিষ্যদ্বাণী করার উপায় নেই। দুর্ঘটনার আগে এ নিয়ে নিশ্চিত কোনো অনুমান সম্ভব নয়।
সূত্র : দ্য টেলিগ্রাফ।
এসআইএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ২ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প
- ৩ গ্রীসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৫৪৫ অভিবাসী উদ্ধার
- ৪ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ৫ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর