৪০ শতাংশ কর্মী ছাঁটাই করছে আনন্দবাজার
ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা ৪০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সংবাদমাধ্যম কুইন্ট এক প্রতিবেদনে বলছে, শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে আনন্দবাজার। মিডিয়া গোষ্ঠী এবিপির এই পত্রিকা ছাড়াও ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ থেকেও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়েছে।
ভারতে এবিপি গোষ্ঠীর মালিকানায় ওই দুই দৈনিক ছাড়াও আরো কয়েকটি ম্যাগাজিন ও ছয়টি ভাষার টিভি চ্যানেল আছে। কুইন্ট বলছে, নরেন্দ্র মোদি সরকারের নেয়া পদক্ষেপের প্রভাব পড়ছে ভারতের গণমাধ্যম বাজারে। এর জেরে দেশটির পূর্বাঞ্চলের সবচেয়ে বেশি জনপ্রিয় দুটি দৈনিক আনন্দবাজার পত্রিকা ও ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ সংবাদকর্মী ও সাধারণ কর্মী ছাঁটাই করছে।
৪০ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত ইতোমধ্যে কর্মীদের অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে এবং এ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।
এক নোটিশে বলা হয়েছে, যে সাংবাদিকদের আর প্রয়োজন নেই, তারা অবসরের সময় পর্যন্ত মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। এ ছাড়া ওয়েজ বোর্ডের আওতায় যেসব সাংবাদিক রয়েছেন তাদের ২০১৭ সালের ১৫ জানুয়ারির মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
দেশটির ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার সম্প্রতি কালো টাকার দৌরাত্ম্য কমাতে এক হাজার ও ৫০০ রুপির নোট বাতিল করেছে। নোট বাতিলের প্রভাব পড়েছে দেশটির গণমাধ্যমে; এ দুটি পত্রিকায় বিজ্ঞাপনের পরিমাণও কমে গেছে।
১৯২২ সালে এবিপি গ্রুপের আওতায় আনন্দবাজার পত্রিকা যাত্রা শুরু করে। বর্তমানে বাংলা ট্যাবলয়েড এবেলা, ইংরেজি দৈনিক টেলিগ্রাফ, দেশ ও সানন্দাসহ আটটি ম্যাগাজিন এবং এবিপি নামে বিভিন্ন ভাষার ছয়টি টেলিভিশন চ্যানেল রয়েছে।
এসআইএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ২ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প
- ৩ গ্রীসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৫৪৫ অভিবাসী উদ্ধার
- ৪ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ৫ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর