ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বিস্ফোরণে ২৩ সেনা আহত

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ২৩ সেনাসদস্য আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাসংস্থা ইয়োনহাপ নিউজ এক প্রতিবেদনে বলছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। দক্ষিণ-পূর্বাঞ্চলের উলসানের কাছের একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে সকালের দিকে বিস্ফোরণ ঘটেছে। রাজধানী সিউল থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওই সেনা প্রশিক্ষণ ক্যাম্পটির অবস্থান।

আহত ২৩ সেনাসদস্যকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের শরীর দ্বিতীয় মাত্রায় পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের সময় ওই ক্যাম্পে কোনো প্রশিক্ষণ ছিল না। আহত সেনারা দায়িত্বরত ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিস্ফোরণের এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

এসআইএস/এমএস

আরও পড়ুন