ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের নাম ঘোষণা করলেন ট্রাম্প

প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জ্বালানি জায়ান্ট এক্সন মবিলের প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান রেক্স টিলারসনের নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স এবং বিবিসির।

তবে রাশিয়ার সঙ্গে বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতার কারণে টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়ে রিপাবলিকানদের মধ্যেই বিরোধ দেখা গেছে।

কিন্তু বিতর্ক আর আপত্তি তোয়াক্কা না করেই ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিশ্চিত করেছেন টিলারসনই হবেন তার পররাষ্ট্রমন্ত্রী।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘টিলারসন দেশের সবচেয়ে সফল ব্যবসায়ী নেতা এবং সফলতম আন্তর্জাতিক সমঝোতাকারি। তার সংকল্প, বিশাল অভিজ্ঞতা এবং গভীর উপলব্ধি শক্তি তাকে চমৎকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উপস্থাপন করবে। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থের ওপর বিশেষ গুরুত্ব দেবেন। ’

টিলারসনের ব্যাপারে শুধু রিপাবলিকান দলেই নয় ডেমোক্র্যাট দলের মধ্যেও উদ্বেগ দেখা গেছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে খোলাখুলি কথা বলেছেন। আর সে কারণে ২০১৩ সালে তাকে অর্ডার অব ফ্রেন্ডশিপ খেতাবে ভূষিত করা হয়।

টিটিএন/এমএস

আরও পড়ুন