ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নারী দিবসে টিউলিপ সিদ্দীক

প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৮ মার্চ ২০১৫

ব্রিটেনের পার্লামেন্টারি নির্বাচনে লেবার পার্টির হয়ে প্রার্থী হওয়া টিউলিপ সিদ্দীক রোববার আন্তর্জাতিক নারী দিবসে কুইন্স পার্কে সমর্থকদের নিয়ে সমবেত হয়ে সম্মান জানান নারীদের। এসময় নারীমুক্তির অন্যতম উপায় যে নারীর ক্ষমতায়ন তার দৃষ্টান্ত হিসেবে নারীদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন টিউলিপ।

একইসঙ্গে একজন নারী হিসেবে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে জনগণের সমর্থন চান তিনি।

ব্রিটেনের পার্লামেন্টারি নির্বাচনে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন-এ এবছর লেবার পার্টির হয়ে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এবং বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দীক।

গ্লেনডা জ্যাকসনের জায়গায় এবছর লেবার প্রার্থী হয়েছেন টিউলিপ।

এসআরজে