আকাশে উড়লো প্রথম সৌরচালিত বিমান
আকাশে উড়েছে বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত বিমান। সোলার ইমপালস-২ নামে বিমানটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ওমানের মাস্কটের উদ্দেশে যাত্রা শুরু করেছে। খবর বিবিসি।
আগামী পাঁচ মাসে পর্যায়ক্রমে এটি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাত্রাবিরতি করবে, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেবে। বিমানটির পাখার দৈর্ঘ্য ৭২ মিটার এবং ওজন মাত্র ২ দশমিক ৩ টন।
সুইজারল্যান্ডের বৈমানিক আন্দ্রে বোর্শবার্গ এক আসনবিশিষ্ট বিমানটির নিয়ন্ত্রণ করছিলেন। তাঁরই স্বদেশি বৈমানিক বার্ট্রান্ড পিকার্ডের সঙ্গে পর্যায়ক্রমে দায়িত্ব ভাগাভাগি করবেন।
বোর্শবার্গ বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমরা একটি বিশেষ বিমান পেয়েছি এবং এটা বড় বড় মহাসমুদ্র পাড়ি দিয়ে নিয়ে যাবে। এ জন্য পাঁচ দিন ও পাঁচ রাত উড্ডয়ন করতে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জের।
বিএ/এমএস