জুরিখে মসজিদে ঢুকে তিনজনকে গুলি
সুইজারল্যান্ডের জুরিখে একটি মসজিদে ঢুকে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় চালানো এই হামলার সময় মসজিদটিতে নামাজ পড়ছিলেন অনেকে।
সুইস পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
হামলার পর ঘটনাস্থল থেকে পুলিশ কিছু আলামত সংগ্রহ করেছে। তবে কী কারণে এ হামলা চালানা হয়েছে সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি না তারা।
গুলিবিদ্ধ তিনজনের মধ্যে দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীর বয়স আনুমানিক ৩০ হতে পারে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
ওই মসজিদে নিয়মিত নামাজ পড়েন এমন এক ব্যক্তি হলেন সোমালিয়ার আবুবকর অবশিরো। তিনি বলেছেন, সেখানে আগে এ ধরনের কোনো সমস্যা ছিল না।
সুইজারল্যান্ডের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই খ্রিষ্টান। তবে সাবেক যুগোস্লোভিয়া থেকে আগত অভিবাসীদের কারণে সেখানে মুসলমানদের সংখ্যা বাড়ছে।
এদিকে স্থানীয় সময় সোমবার রাতেই জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরি ঢুকে পড়ার পর ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলছে, তাদের ধারণা এটি ইচ্ছাকৃত হামলা।
এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প