ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাহুলের নিরাপত্তা চেয়ে আবেদন নাকচ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:০৮ এএম, ১১ মার্চ ২০১৫

কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর নিরাপত্তা চেয়ে আবেদনটি খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট । প্রধান বিচারপতি ড. ডি ওয়াই চন্দ্রচাঁদ ও বিচারপতি রজন রায়ের সমন্বয়ে তৈরি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আবেদনটি নাকচ করে দেন।

রাহুল গান্ধীর নিরাপত্তা চেয়ে স্পেশাল সিকিউরিটি প্রোটেকশান গার্ড (এসপিজি) প্রদান প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন করেন স্থানীয় এক আইনজীবি। তিনি একই আবেদন করেন এসপিজি-র প্রধানের কাছেও।

এখন বিশ্রামে থাকা কংগ্রেসের সহসভাপতি রাহুলের পক্ষের এই আবেদন শেষমেষ নাকচ করা হয়।

এমজেড/এআরএস/এমএস