ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সাগর তলে নতুন দ্বীপ

প্রকাশিত: ০৪:১৯ এএম, ১৪ মার্চ ২০১৫

চলতি বছরের জানুয়ারিতে প্রশান্ত মহাসাগরের তলদেশে এক আগ্নেয়গিরি বিস্ফোরণের পর সেখানে জেগে উঠতে শুরু করে একটি নতুন দ্বীপ। গত দুই মাসে দ্বীপটি এখন মাইলখানেক বিস্তৃত হয়েছে। সাম্প্রতিক সময়ে জেগে উঠা দ্বীপগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার উপকূলবর্তী এই দ্বীপটি সর্বশেষ সংযোজন। বৃহস্পতিবার নতুন দ্বীপের প্রথম ছবি প্রকাশ করেছে ব্রিটেনের দ্য টেলিগ্রাফ। টোঙ্গার তিনজন পর্যটক শনিবার দ্বীপটিতে বেড়াতে গিয়ে এসব ছবি তুলেন।

পর্যটক টিমের প্রধান জিপি ওরবাসানো তার ছেলে এবং আরও একজনসহ সেখানে বেড়াতে যান। ইতালীয় বংশোদ্ভূত ওরবাসানো টোঙ্গার মূল ভূখণ্ডে হোটেল ব্যবসা করেন। নতুন দ্বীপে ঘুরে আসার অভিজ্ঞতা খুবই রোমাঞ্চকর ছিল জানিয়ে ওরবাসানো বলেন, সেখানকার মাটি এখনও খুব গরম। কড়া রোদের মধ্যে টেকা খুবই কষ্টকর। দ্বীপর মধ্যে থাকা একটি ছোট্ট লেকের বর্ণনা দিয়ে তিনি বলেন, লেকের পানিতে খুব কড়া ধরনের সালফারের (এক ধরনের এসিড) মিশ্রণ রয়েছে।

৬৩ বছর বয়সী এই পর্যটক টোঙ্গার মাতাঙ্গি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, দিনটি দারুণ ছিল! উজ্জ্বল নীলাভ আকাশ এবং নিচে একই রঙের সমুদ্র। হাঁটা-চলার জন্য এখন সেটি নিরাপদ। সেখানকার একমাত্র ঝুঁকির বিষয়টা হচ্ছে, নৌকা থেকে দ্বীপে নামা। এর বাইরে কোনো সমস্যা নেই।
বর্তমানে দ্বীপে আশ্রয় নিয়েছে হাজারও ধরনের সামুদ্রিক পাখি। যেখানে সেখানে ডিমও পাড়ছে তারা। ওরবাসানো মনে করেন, এটি একটি ভাল পর্যটন কেন্দ্র হতে পারে। গত জানুয়ারি আগ্নেয়গিরিটি বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মাতাঙ্গি টোঙ্গা সংবাদবিষয়ক ওয়েবসাইটের সম্পাদক মেরি লিন ফনুয়া।

তিনি বলেন, খুব ঝুঁকি জেনেও আমরা আগ্নেয়গিরিটির ৭০০ মিটার নিকট পর্যন্ত নৌকায় করে গিয়েছিলাম। সমুদ্রে মাঝখানে একটা দ্বীপ গজিয়ে উঠার ব্যাপারটা প্রত্যক্ষ করা খুবই অন্যরকম একটি ব্যাপার। তিনি সতর্ক করে বলেন, এটি এখনও খুবই ভঙ্গুর অবস্থায় আছে। কখন ধসে পড়ে কিনা বা এখনও কোনো ধরনের বিস্ফোরণ ঘটার আশংকা আছে কিনা এসবের ব্যাপারে আমরা মোটেও নিশ্চিত নই। সূত্র : বিবিসি।

এসএইচএ/আরআইপি