রাহুল গান্ধীর বাড়িতে পুলিশি তল্লাশি
কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর নিজস্ব বাস ভবনে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। গত সপ্তাহে রাহুল গান্ধীর ১২ তুগলক লেন বাসায় এ তল্লাসি চালানো হলেও শনিবার গণমাধ্যমে তা প্রকাশ করা হয়। খবর এনডিটিভি।
এদিকে, রাহুলের বাস ভবনে তল্লাসির ঘটনায় ক্ষেপেছে কংগ্রেস। এটাকে তারা রাজনৈতিক গুপ্তচরবৃত্তি বলে মন্তব্য করেছে। এছাড়া ঘটনার ব্যাখ্যা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও লিখিত দেওয়ার কথা জানিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, এটা গুজরাটি মডেল, ভারতের মডেল নয়। এটা একটা রাজনৈতিক গুপ্তচরবৃত্তি। এই ইস্যুটি আমরা সংসদেও তুলব।
তবে দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসসি বলেন, পুলিশ কর্মকর্তারা সেখানে কোনো অসাধু উদ্দেশ্য নিয়ে যাননি। এটা ছিল নিয়মিত দায়িত্বেরই অংশ। সংসদের সব সদস্যের বাড়িতেই নিয়মিতভাবে এ টহল দেওয়া হচ্ছে। এলকে আদভানি ও ভিরাপ্পা মইলির বাড়িতেও পুলিশ টহল দিয়েছে বলেও জানান তিনি।
এএইচ/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা