ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গুড় বেচে কোটিপতি!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৪ মার্চ ২০১৫

কথায় বলে, যত গুড় ততো মিষ্টি। অনিকেত সেটিকে কিছুটা ঘুরিয়ে দিয়ে প্রমাণ করলেন- যত গুড়, ততো অর্থ!

ভারতের পুনের বাসিন্দা অনিকেত আক্ষরিক অর্থেই গুড়ের ব্যবসা করে কোটিপতি হয়ে গেছেন। তাও মাত্র ২১ বছর বয়সে।

এজন্য অবশ্য তার ত্যাগও কম ছিলনা। ১৮ বছর বয়সে যখন তার মাথায় ভূত চাপলো ব্যবসা করবেন, বাড়ির লোকেরা বেঁকে বসেছিল। তারা রীতিমতো বিদ্রোহ করে যখন অনিকেত সিদ্ধান্ত নেন, ইঞ্জিনিয়ারিংটা আর পড়বেন না, পুরোদস্তুর ব্যবসায়ী বনে যাবেন।

বাড়ির কথা না শুনেই ১০ লাখ টাকা পুঁজি করে গুড়ের ব্যবসায় নামেন অনিকেত। কিন্তু প্রথমবারই বড় রকম ধরা খেলেন। তাতে দমে গেলেন না মোটেও। গুড় বানানোর খুঁটিনাটি হাতেকলমে শিখতে নিজেই নেমে গেলেন মাঠে।

গুড় বানানোর পদ্ধতিতে কিছু কারিগরি বদল এনে আবার শুরু হলো ব্যবসা। এবার আর পেছনে তাকাতে হলোনা। ১৫০ টন গুড় বানিয়ে লাভ হলো দারুণ।

আর বছর খানেকের মাথায় ১৪টি দেশে গুড় রপ্তানি শুরু করে দিলেন অনিকেত। মুম্বাইসহ বিভিন্ন শহরের বড় বড় ব্যবসায়ীরা অনিকেতের কাছ থেকেই গুড় কেনেন। অনিকেতের ব্যবসা এখন কয়েক কোটি টাকার।

শুধু তাই নয়, অনিকেতের আশপাশের বেশ ক`টি গ্রামের আখ চাষীদের ভাগ্যও ফিরে গেছে অনিকেতের কল্যাণে। তারা এখন সবাই অনিকেতকে গুড় সরবরাহ করে নিজেদের `লাভের গুড়`  নিজেরাই খেতে শুরু করেছেন।

এসআরজে