ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৬ মার্চ ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী জন কেরি।

জন কেরি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর যুক্তরাষ্ট্র সফরকালে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্র সন্ত্রাসের ব্যাপারে সব সময় উদ্বিগ্ন। ওবামা প্রশাসন সন্ত্রাস দমনে বাংলাদেশকে সহযোগিতা দেবে।

সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মার্কিন প্রশাসনের এ অবস্থার কথা তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জন কেরি।

মাহমুদ আলী বলেন, জন কেরিকে রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কথা তুলে ধরলে তিনি এ প্রশংসা করেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, জন কেরিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন।

এসএ/বিএ/এমএস