ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লন্ডনে শীত থেকে বাঁচতে গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র

প্রকাশিত: ০৩:৪৩ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

লন্ডনে শীত থেকে বাঁচতে গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র খুলেছেন মেয়র সাদিক খান। সামাজিক মাধ্যম টুইটার এবং ফেসবুকে সাদিক খান লিখেছেন, ‘যারা এই শীতের রাতে পথে-ঘাটে ঘুমাচ্ছেন তাদের জন্য আমরা জরুরি শীতকালীন আশ্রয়কেন্দ্র খুলেছি।’

তিনি আরো লিখেছেন, ‘এই শীতে যদি আপনারা কাউকে পথে-ঘাটে ঘুমাতে দেখেন তবে জরুরি ভিত্তিতে আমাদের জানান।’ খবর ইভেনিং স্ট্যান্ডার্ড।

সাদিক খান লন্ডনবাসীকে শীতে উষ্ণ থাকতে এবং একে অন্যের দিকে খেয়াল রাখতে বলেছেন।

শীতের সময় প্রতিবেশিদের দিকে খেয়াল রাখতে সবাইকে উৎসাহিত করতে এনএইচএস ইংল্যান্ড থেকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি।
 
দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ তুষারপাত এবং তাপমাত্রা কমে যাওয়া বিষয়ে সতর্ক করেছে মেট অফিস। ওই সতর্কতার পরপরই জরুরি আশ্রয়কেন্দ্র খুলেছেন মেয়র।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত লন্ডনের তাপমাত্রা ছিল জিরো ডিগ্রি। সারাদিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠেনি।

টিটিএন/এমএস

আরও পড়ুন