ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শ্যানন-সীমার ঘরে পুত্র সন্তান

প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৭ মার্চ ২০১৫

বিয়ের পর দুই বছর কেটে গেলেও এখনও তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর মধ্যেই নতুন খুশি এল বিশ্বের প্রথম ইন্দো-মার্কিন লেসবিয়ান জুটি সীমা-শ্যাননের জীবনে। একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্যানন।

চলতি বছরের ২১ জানুয়ারি পৃথিবীর আলো দেখেছে শ্যানন-সীমার প্রথম সন্তান। নবজাতকের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শ্যানন-সীমা। ২০১৩ সালে হিন্দু বিয়ের নিয়ম মেনে চারহাত এক হয় শ্যানন-সীমার। শ্যানন পরেছিলেন দুধসাদা জমকালো বিয়ের গাউন, আর ভারতীয় কনের সাজে সীমাকে তার ভাইবোনেরা পালকি করে নিয়ে এসেছিলেন বিয়ের আসরে।

এলজিবিটি বিয়ের স্পেশাল ফটোগ্রাফার স্টেফ গ্রান্ট তুলেছিলেন বিয়ের ছবি। সেই বিয়ের অসাধারণ স্মৃতি এখনও তিনি উপভোগ করেন বলে সম্প্রতি ব্লগে জানিয়েছিলেন গ্রান্ট।

এআরএস/আরআইপি

বিজ্ঞাপন