কারাগারেই সব সুবিধা পাবেন নাশিদ
মালদ্বীপের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ কারাগারে বিলাসীভাবে তার দণ্ডাদেশ ভোগ করবেন। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসের এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআই তার টুইটারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় জানান, নাশিদের জন্য প্রস্তুত হচ্ছে অ্যাপার্টমেন্ট রুপী একটি বিলাসী কারাগার। দুইশ ৬৪ বর্গফুটের প্রিজন অ্যাপার্টমেন্টে থাকছে একটি কক্ষ, বসার কক্ষ, আসবাবসজ্জিত, এসি, টিভি, ভিসিডি প্লেয়ার। এক হাজার ৮৭ বর্গফুটের বাগান। আর পাবেন অন্য কয়েদি বন্ধুদের সঙ্গে থাকার সুযোগ।
তবে মালদ্বীপের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাফুশি কারাগারে ওই অ্যাপার্টমেন্ট প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত ধোনিদোতে পুলিশ হেফাজতে থাকবেন নাশিদ।
এদিকে, নাশিদকে কারামুক্ত করতে তার দল দেশব্যাপী অসহযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তাকে কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত।
উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনে গত সপ্তাহে নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির অপরাধবিষয়ক একটি আদালত। প্রেসিডেন্ট থাকাকালে ২০১২ সালে মালদ্বীপের তৎকালীন ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে অপহরণ ও কারারারুদ্ধ করার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন।
এএইচ/আরআই
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা