ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ১৬ শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১০:৫৭ এএম, ২১ জানুয়ারি ২০১৭

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইতালির ভেরনা এলাকায় ১৬ শিক্ষার্থী নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। হতাহতের সবাই হাঙ্গেরির অধিবাসী বলে জানা গেছে।

শুক্রবার রাতে মিলান-ভেনিস মহাসড়কের ভেরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো বাংলাদেশি ছিলেন কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিহতদের সবার বয়স ১৪ থেকে ১৮ এর মধ্যে।

স্থানীয় গণমাধ্যম লা রিপাবলিকা সূত্রে জানা যায়, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে শীতকালীন শিক্ষাসফরের জন্য যাত্রীবাহী বাসে ফ্রান্সে গিয়েছিল শিক্ষার্থীরা। বাসে শিক্ষার্থী-শিক্ষকসহ ৫৫ জন ছিলেন।

ফ্রান্সের মন্তানা এলাকা সফর শেষে ইতালির মহাসড়ক দিয়ে শুক্রবার রাতে হাঙ্গেরি ফিরছিল বাসটি। রাত ১১টায় মহাসড়কের ভেরনা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের ওপর দিয়ে যাওয়া ব্রিজে আঘাত লেগে আগুন ধরে যায়।

ইতালির উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের ১৬ জন শিক্ষার্থী নিহত এবং ৩৯ জন আহত হন। আহতদের তাৎক্ষণিক ভেরনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএ/জেআইএম