ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পরমাণু চুক্তির খসড়ার কাজ শুরু হতে পারে আজ

প্রকাশিত: ০৪:৫৯ এএম, ০১ এপ্রিল ২০১৫

পরমাণু আলোচনায় জড়িত পক্ষগুলো বুধবার কাঙ্খিত সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। সুইজারল্যান্ডের লোজেন শহরে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আলোচনায় আমরা বেশ খানিকটা সাফল্য লাভ করেছি। কিন্তু মানুষের বিশ্রাম দরকার এবং খুব ভোর থেকে আবার কাজ শুরু করবো।

তিনি আরও বলেন, বুধবার আলোচনার কাজ শেষ হবে এবং চুক্তির খসড়া তৈরির কাজ শুরু হবে বলে আশা করছি।

লোজেন চূড়ান্ত পরমাণু চুক্তি করার জন্য ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠী দীর্ঘ আলোচনার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার শেষ বেলার মধ্যে পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর কথা ছিল।

বিএ/আরআইপি