পূর্ব ক্রোয়েশিয়ায় পেনিস কালেক্টর গ্রেফতার
পূর্ব ক্রোয়েশিয়ার ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। যার প্রধান ছিল মানুষের পুরুষাঙ্গ জোগাড় করা। শুণতে অনেকটা অবাগ করার মত হলেও ঘটনাটি সত্য। পুরুষাঙ্গগুলি এক একটি জারে ভরে রাখতেন এই ব্যক্তি।
জানা যায়, স্লোভন্সকি ব্রড শহরে এক হাসপাতালে কাজ করতেন এই অভিযুক্ত ব্যক্তি। মৃতদেহ থেকে পুরুষাঙ্গ কেটে নিয়ে বোতলবন্দি করে রাখত। বেশ কয়েকটি মৃতদেহে পুরুষাঙ্গ না থাকায় প্রথমে সন্দেহ দানা বাঁধে। হাসপাতালের তরফ থেকে অনেক অভিযোগ আসায় পুলিশ তাকে গ্রেফতার করতে বাড়িতে হানা দেয়। সেখানে পুলিশ উদ্ধার করে জার ভর্তি অনেক পুরুষাঙ্গ।
পুলিশ জানায়, এর আগে `পেনিস কালেক্টর` ব্যক্তির কোন অপরাধমূলক কাজে জড়িত ছিল না। তিনি আর পাঁচজন সংসারী মানুষের মত স্বাভাবিক জীবনযাপন করতেন। কী কারণে তিনি পুরুষাঙ্গ জোগাড় করতেন, এখনও পর্যন্ত জানা যায় নি। তবে কোনও রকম ব্যবসায়ীক স্বার্থে ওই ব্যক্তি এমন কাজ করতেন না, সেটা ব্যাপারে নিশ্চিত পুলিশ। জি নিউজ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানের নাগরিকদের বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত, সাহায্য আসছে: ট্রাম্প
- ২ নতুন করে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত ট্রাক্টর নিয়ে রাস্তায় ক্ষুব্ধ কৃষকরা
- ৩ ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে নতুন ফ্রন্ট হিসেবে দেখছে না
- ৪ দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বের ৭ম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের
- ৫ ইরানে বিক্ষোভে সমর্থন দিলেন শান্তিতে নোবেলজয়ী মালালা