ইবোলা পরীক্ষার ফল ১১ মিনিটেই
প্রতীকী ছবি
ইবোলা ভাইরাস পরীক্ষার ফলাফল এখন থেকে মাত্র ১১ মিনিটেই পাওয়া যাবে। বৃহস্পতিবার জাপানের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।
গবেষকরা বলেছেন, তারা পরীক্ষার পদ্ধতি এতোটাই উন্নত করেছেন যে ১১ মিনিটেই ফলাফল হাতে পাওয়া সম্ভ। এতোদিন এ পরীক্ষার জন্যে ৯০ মিনিট সময় লাগতো।
প্রফেসর জিরো ইয়াসুদা বলেন, এখন থেকে খুব কম সময়ে ইবোলা পরীক্ষার ফলাফল জানা যাবে।
গত মাসে গিনিতে নতুন পদ্ধতিতে এক`শ জনের ওপর পরীক্ষা চালিয়ে ৪৭ জনের শরীরে ইবোলা পাওয়া গেছে। নাগাসাকি ইউনিভার্সিটি’র ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন এ পরীক্ষা চালায়।
গিনি সরকার দ্রুত ইবোলা পরীক্ষার জন্যে সরঞ্জাম পাঠাতে ইনস্টিটিউট ও এর সহযোগী অংশীদার তোশিবাকে অনুরোধ জানিয়েছে।
বর্তমানে যে পদ্ধতিতে ইবোলা পরীক্ষা করা হচ্ছে তাকে বলা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশান সংক্ষেপে পিসিআর। এতে অন্তত ৯০ মিনিট ক্ষেত্র বিশেষে দু’ঘণ্টাও সময় লাগে।
আক্রান্ত ব্যক্তির শরীরের ফ্লুইড থেকে ইবোলা অন্যের শরীরে সংক্রমিত হয়। পশ্চিম আফ্রিকায় গত ২০১৩ সালের ডিসেম্বরে ইবোলা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে।
একে /আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের চাপ তোয়াক্কা না করেই রাশিয়ার সঙ্গে ভারতের একাধিক চুক্তি
- ২ চীনের নির্যাতন থেকে বাচঁতে ভারতে ৩ ভাই, জেল খাটছে ১২ বছর
- ৩ সন্ত্রাসের বিরুদ্ধে রাশিয়াকে একসঙ্গে কাজ করার আহ্বান মোদীর
- ৪ আফ্রিকার উপকূলে খাদ্য সংকট, ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু
- ৫ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা