ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বুর্জ আল আরবের ভেতরটা কেমন?

প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৭ মার্চ ২০১৭

দুবাইয়ের সবচেয়ে অভিজাত হোটেল বুর্জ আল আরব। কী নেই এই হোটেলে। সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই হোটেলে। সাত তারকা এই হোটেলের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে সবার নজর করেছে।

হোটেলটিতে হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাডেরও ব্যবস্থা রয়েছে। এক রাতের জন্য এই হোটেলে খরচ হয় প্রায় ১৯ হাজার পাউন্ড।
  
হোটেলের প্রতিটি রুমে স্বর্ণের আইপ্যাড রয়েছে। প্রতিটি রুমের জন্যই একজন করে পরিচালকও রয়েছে। অনেক জনপ্রিয় তারকার কাছেই এই হোটেলটি বিশেষ আকর্ষণ। রজার ফেদেরার, গিগি হাদিদ, ক্লাউডিয়া স্কিফার এবং কেনডাল জেনারের মতো তারকারাও এই তালিকায় রয়েছেন।

বুর্জ আল আরব কর্তৃপক্ষ তাদের হোটেলের ভেতরের ১ হাজার ছবি প্রকাশ করেছে। চোখ ধাঁধানো সেসব ছবি থেকে কিছু ছবি দেখে নিন।

Dubai

Dubai

Dubai

Dubai

টিটিএন/পিআর

আরও পড়ুন